Our project is very closely situated and easily connected to the following list of key locations in the Purbachal area. Bellow some important premises for our project
View all Awardsশীতলক্ষ্যা ও বালু নদীর তীর অধুনিক শহরে রূপান্তর হচ্ছে। এটি বাস্তবায়নে ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ -এর আওতায় কাজ করছে রাজউক। ঢাকা মহানগরী থেকে মাত্র ৬.৮ কি.মি. দূরত্বে নারয়নগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ এলাকার বিস্তৃত অঞ্চল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে অত্যাধুনিক নতুন ঢাকার উন্নয়নের কাজ। পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পৃক্ত হচ্ছে শহরটি। এসব কারণে এই প্রকল্পের অধীন কিংবা এর আশেপাশের জমি বা প্লটের চাহিদা আকাশচুম্বি। এখানে প্লট ক্রয়ের জন্য একটি বিশ্বস্ত নাম- Redeem Purbachal City Ltd. (RPCL)
পূর্বাচল দেশের সবচেয়ে বড় আকৃতির পরিকল্পিত শহর। শীতলক্ষ্যা ও বালু নদীর তীরঘেঁষে নারায়নগঞ্জ ও গাজীপুরজুড়ে বিস্তৃত ঢাকার নিকটবর্তী পূর্বাচল মেগা সিটির প্লটের চাহিদা তাই আকাশচুম্বী। ৮ লেনের এক্সপ্রেসওয়ে ঢাকার এয়ারপোর্ট সড়কের সাথে এই প্রকল্পটিকে সংযুক্ত করেছে। সবার তাই এখন একটাই প্রশ্ন। সেটা Redeem Purbachal City’র পূর্বাচলে কিস্তিতে প্লট বিক্রয় নিয়ে।
RPCL ভিজিট করুনRedeem Purbachal City দিচ্ছে দক্ষিণমুখী ও কর্ণার প্লট। জমির মূল্য আলোচলা এবং আগে বুকিং দেয়া সাপেক্ষে। আপনার সুবিধাজনক সময়ে আমাদের অভিজ্ঞ সেলস গাইডের সহায়তায় সপরিবারে ভিজিটে চলে আসুন প্রজেক্টে। সুতরাং, একদম হাতেনাতে দেখে, বুঝে নিতে পারছেন। Redeem Purbachal City আবাসন প্রকল্প দিচ্ছে এককালীন অথবা কিস্তিতে প্লট বুকিং এর সুবর্ন সুযোগ। পাশাপাশি এককালীন মূল্য পরিশোধে বিশেষ মূল্য ছাড়!
জীবনের এই সেরা সিদ্ধান্তটি যে কারণে আজই নিয়ে নেওয়া দরকার -
RPCL এর লোকেশন ম্যাপপূর্বাচলের কেন্দ্রে অবস্থিত আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ রাজউক অনুমোদিত। নির্মল আবাসিক এলাকাটি নিশ্চিন্ত জীবনযাপনের জন্য সর্বাধুনিক নাগরিক সুবিধাসম্বলিত। তদুপরি, কম দামের প্লটগুলো নির্ভেজাল বাড়ির মালিকানার আহবান জানাচ্ছে।
১৭০০ প্লট নিয়ে শহরটি দেশের প্রোপার্টি ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এছাড়াও, পূর্বাচল নতুন শহরে কূটনৈতিক জোন স্থাপন, পানি-বিদ্যুৎ-সড়ক অবকাঠামোর সহজলভ্যতা এর আকর্ষণ দিন দিন বাড়িয়ে তুলছে। স্কুল, পার্ক, সবুজ উন্মুক্ত উদ্যান, মসজিদ, এবং স্বাস্থ্য ও সামাজিক সকল পরিকাঠামো নিয়ে পূর্বাচল এখন স্বপ্নের গন্তব্য।
পূর্বাচলে জমির সন্ধানকারীদেরকে সুনিশ্চিত নির্ভরতা দেওয়াই আমাদের লক্ষ্য। এটাই ঢাকার ভবিষ্যৎ ফোকাস পয়েন্ট হতে যাচ্ছে। আবাসিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও শিল্প এলাকা নিয়ে এক স্বপ্নময় মেগা সিটির নামই পূর্বাচল বহুমূখী নতুন শহর প্রকল্প। ১৭০০ প্লট নিয়ে তাই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছি Redeem Purbachal City’র আমরা।
পূর্বাচল ৩০০ ফিট সড়কের কাঞ্চন ব্রীজের খুব কাছেই আমাদের প্রজেক্ট সাইট। অধিকাংশ জমিই এখন সম্পূর্ণ প্রস্তুত আছে। গ্রাহক চাইলে এখনই বুঝে নিতে পারেন। আমরা রেজিস্ট্রি করে সম্পূর্ণ নিষ্কন্টক জমি বুঝিয়ে দিতে পারবো। আর বাকি অল্প কিছু জমি আছে যা কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। আগ্রহী দর্শনার্থীরা চাইলে প্রজেক্ট সাইট থেকে ঘুরে আসতে পারেন।
প্লট পছন্দ করুনতাই যারা উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পরিপূরণ এবং পরিকল্পিত একটি নগরে থাকতে চান তাদের কাছে আমাদের প্রজেক্ট আদর্শ স্থান হতে পারে। কাঞ্চন ব্রীজের আগে পূর্বাচল ৩০০ ফিট সড়কের উভয় পাশে এখন যে জমিগুলো আছে সেগুলোর দাম ইতিমধ্যেই অনেক বেশি। তাই গ্রাহকদের কথা চিন্তা করে কম মুল্যের জমির প্যাকেজ দিচ্ছি। আমাদের প্রজেক্ট সাইট থেকে ঢাকার মূল অংশ, নরসিংদী-সিলেট, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা-চট্টগ্রাম রুটে যাতায়াত ব্যবস্থা চমৎকার।
অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন